Responsive Ad Code Here

পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী! (পর্ব- ০১)

রহস্যময় এই পৃথিবীর অনেক কিছুই এখনো মানুষের অজানা। পৃথিবীতে অসংখ্য প্রজাতির প্রাণীর মধ্যে যে আরো কত অজানা প্রাণী রয়ে গেছে তা চিন্তা করা যায় না। সব প্রাণীরই নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এমন কতকগুলো প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে?

আজকে আমরা এমনি কিছু অদ্ভুত, বিচিত্র এবং বিরল প্রাণী সম্পর্কে আপনাদের জানাবো।

1/ অ্যাক্সোলোট



অ্যাক্সোলোট মেক্সিকান মোল সরীসৃপতুল্য উভচর প্রাণীর একটি প্রজাতি, যার লার্ভা রূপান্তরে ব্যর্থ হয়েছে। প্রাপ্তবয়স্ক অ্যাক্সোলোট জলচর হিসেবে অবস্থান করে।

2 / হ্যাগফিশ


সমুদ্রের মধ্যে সবচেয়ে কুৎসিত এবং সবচেয়ে ঘৃণ্য প্রাণী হিসেবে পরিচিত। হ্যাগফিশ গভীর তরঙ্গের নিচে বসবাস করে। এরা আঠালো পদার্থ তৈরি করে পানির সঙ্গে মিশিয়ে আরো আঠালো বানায়। পরে সেই আঠালো পদার্থ শিকারের গায়ে ছুঁড়ে মারে।

3/ তারা খচিত ছুঁচো


নলাকৃতি ইঁদুরজাতীয় স্তন্যপায়ী প্রাণীবিশেষ। উত্তর-পূর্বাঞ্চলীয় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এদের বেশী দেখা যায়। এটির ২২টি শুঁড় রয়েছে। এগুলোর ইন্দ্রিয়শক্তি হিসেবে কাজ করে পরিবেশ অভিযোজিত হতে সাহায্য করে। নীচু মাত্রার তরঙ্গ প্রয়োগ করে কেঁচোর আবাসস্থল চিহ্নিত করতে পারে। প্রাণীটি চমৎকারভাবে সাঁতারও কাটতে জানে।

4/ আঙ্গোরা খরগোশ


এই খরগোশের আদিবাস তুরস্কের আনকারা, ১৭০০ সালের দিকে এই লোমশ খরগোশ ফ্রান্সের রাজকীয় জনপ্রিয় পোষা প্রাণী ছিল। বিশেষ এই প্রজাতির খরগোশে সারা শরীরে লোম ভর্তি থাকে বলে খুবই তুলতুলে মসৃণ হয়।

5/ ডাম্বো অক্টোপাস


এটির মাথা থেকে বেরিয়ে আসা কানের মতো পাখা থাকার কারণে এটিকে ওয়াল্ট ডিজনির বিখ্যাত কার্টুন চরিত্র ডাম্বোর সাথে তুলনা করা হয়েছে। এরা সমুদ্রের গভীর তলে বাস করে, যার কারণে এরা খুব কম নজরে আসে।

6/ ইয়েতি কাঁকড়া


২০০৫ সালে এটি কেবল প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত হয়। এর শরীরের বড় বড় লোমে ব্যাকটেরিয়া এবং অণুজীব জন্মে। এগুলো খেয়েই এরা বেঁচে থাকে।

7/ লিফি সি ড্রাগন


এটি অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পাওয়া যায়, এই সামুদ্রিক প্রাণীটি সমুদ্রের একটি অংশের মতো। সাগরে থাকে বলে অনেকেই এটিকে সী ড্রাগন নামে ডাকে। তবে এটির শরীর পাতা আকৃতি হওয়ার কারণে লিফিস নামেই জনপ্রিয়। এমন আকৃতির কারণে এ মাছকে অনেকেই উদ্ভিদ মনে করে ভুল করে।

8/ টারসিয়ার



টারসিয়ার বিশ্বের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে একটি। এটি ফিলিপাইনে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটির চোখ বিস্ফোরিত। দেখলে মনে হবে যেন, অবাক লাগা ভাবটা চোখের মধ্যে গ্যাঁট হয়ে আছে।

9/ সান বিয়ার


এটি ডগ বিয়ার নামেও পরিচিত। এটির আকৃতি ছোট এবং জিহ্বা অনেক লম্বা, এটি অনেকটা এলিয়েনের মতো দেখতে। এই প্রাণীটি দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টে দেখতে পাওয়া যায়।

10/ ক্যাঙ্গারু ইঁদুর


এটি পা এবং লেজ ক্যাঙ্গারুর মতো লাফিয়ে চলে বলে এটিকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। এই প্রাণীটি সাধারণত আমেরিকা বা যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম মরু অঞ্চলে বাস করে। এরা সারাজীবনে কখনো পানি পায় না। এরা সামান্য পরিমাণ পানিকণা মরু উদ্ভিদ ও তার মূল থেকে পেয়েই বেঁচে থাকে।