Responsive Ad Code Here

যে দেশের পুরুষরা মেয়েদের গোলামী করে | Where the men are the slaves of women


প্রিয় পাঠক আমাদের সমাজে যখন কোন পুরুষ তার স্ত্রীর কাজে সাহায্য করে তখন তাকে বউ পাগল বলা হয়। আপনিও যদি ঐ লোকেদের মধ্যে একজন হন  যারা এমনটা বলে তাহলে তাদের কি বলবেন যারা মেয়েদের পা ধোঁয়া মদপান করে। হয়তো আপনি তাদের বউয়ের গোলাম বলবেন। তবে এই গোলাম তার স্ত্রীর নয় তার মালিকের । আজ আমরা এই ভিডিওতে এমন একটি দেশ সম্পর্কে জানব যেখানে পুরুষরা মেয়েদের গোলাম হয়ে থাকে।

এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে শুধু মহিলাদের শাসন চলে। এই দেশের মোটো হচ্ছে  women over man । এই দেশে পুরুষদের শুধু গোলামী করার জন্য রাখা হয়েছে। শুধু এতোটুকুই নয় এই দেশের শাসন ব্যবস্থাও একজন মহিলার হাতে।  এই দেশেরপ্রত্যেক মহিলা তার সাথে একজন পুরুষ গোলাম রাখেন। আর ওই গোলামের সাথে তার মন যা চায় তাই সে করতে পারবে । মহিলাদের দ্বারা পুরুষদের গোলাম বানিয়ে রাখা এই দেশের নাম  আদার ওয়াল্ড কিংডম । এটা ১৯৬৬ সালে ইউরোপিয়ান দেশ চেক রিপাবলিক তৈরি করেছে। এই দেশের রানির নাম প্যাট্রিসিয়া ।

এই দেশে তার একনিষ্ঠ শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। এই দেশের রাজধানী  নাম ব্ল্যাক সিটি। বিশ্বের অনেক দেশ এই দেশকে কোন দেশ বলে মনে করে না।কিন্তু এই দেশের নিজস্ব মুদ্রা , পাসপোর্ট , পতাকার সাথে সাথে নিজস্ব পুলিশ ফোর্সও রয়েছে। এই দেশের সম্পূর্ণ শাসনব্যবস্থা মহারানীর হাতে রয়েছে। শুধু তার হাতেই রয়েছে দেশের আইন  পরিবর্তন করার ক্ষমতা। তবে এই দেশের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মহারানী প্যাট্রিসিয়ার চেহারা বাহিরের দেশের কেউ এখন পর্যন্ত দেখেনি। এই দেশের মূল নাগরিক মহিলারাই । এই দেশে পুরুষদের জীবজন্তু মনে করা হয়। তারা মনে করেন পুরুষ জাতি পশু ছাড়া আর কিছুই নয়।

এই দেশে মহিলারা পুরুষদের শুধু গোলামী করার জন্য রাখেন। পুরুষরা যদি মদ খেতে চায় তাহলে সেই মদ আগে তার মালিকের পায়ে ঢালা হয় আর তারপরেই পুরুষ সেটা পান করতে পারবে। এই দেশের আইন অনুযায়ী যদি কোন মহিলা এই দেশের নাগরিকত্ব পেতে চায় তাহলে তার কাছে একজন পুরুষ গোলাম থাকতে হবে। আর সেই গোলামকে কমপক্ষে পাঁচ দিন রানীর কাছে কাজ করতে হবে। এই দেশের আইন অনুযায়ী এই দেশের সব মহিলা  পুরুষদের থেকে উপরে। পুরুষদের মহিলাদের সম্মান করতেই হবে।

এই দেশে সব পুরুষদের 24 ঘন্টা জীব জন্তুর মত হাতে শিকল দিয়ে রাখা হয়। মালিকের অনুমতি ছাড়া গোলামকে শাস্তি দেয়া অথবা খাবার খাওয়ানো অপরাধ। এই দেশের কোনো চেয়ারে পুরুষ বুঝতে পারবে না। এই দেশের সব চেয়ার মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। এই দেশের মহিলারা গোলামের সাথে তার যখন মন চায় তখন শারীরিক সম্পর্ক করতে পারে। এমনকি তার যখন মন চাইবে তখন গোলামকে পেটাতে পারবে। শুধু এতোটুকুই নয় পেটানো সময় গোলাম কোন আওয়াজ করতে পারবে না। আওয়াজ করতে পারবে না এই কারণে যাতে তার আওয়াজে আশেপাশের লোকজনদের ডিস্টার্ভ না হয়।

পুরুষ হয়ে জন্মানোর কারণে যারা এতদিন মনে মনে গর্ববোধ করতেন তারা এখন সৃষ্টিকর্তার কাছে এই বলে শুকরিয়া আদায় করুন ভুলক্রমেও আপনি ওই দেশে আটকা পড়েন নি

প্রিয়পাঠক ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন

ধন্যবাদ আমাদের এই লেখাটি পড়ার জন্য এইরকমই মজার মজার এবং রহস্য রোমাঞ্চে ভরপুর টপিক নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি তে সাবস্ক্রাইব করে রাখতে পারেন