প্রিয় পাঠক বর্তমান যুগে বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে হার্ড সার্জারি থেকে শুরু করে হার্ট রিপ্লেসমেন্ট আজ সবই সম্ভব। বর্তমান যুগে বিজ্ঞানীরা এতটাই উন্নতি করেছে যে তারা নিজেরাই অনেক বিশাল বিশাল আকৃতির জীবজন্তু ব্রিডিং করতে পারছে। আর যা তারা ব্রিডিং করছে তার অস্তিত্ব এই পৃথিবীতেই ছিল না। আপনার হয়তো বিশ্বাস হবে না বিজ্ঞানীরা এমন সব জীবজন্তু ব্রিডিং করেছে যার সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
নাম্বার 5 - Liger
সিংহ ও স্ত্রী বাঘের ডিএনএ থেকে ব্রিডিং করা হয়েছে এই জন্তু। পৃথিবীর মধ্যে যত বিড়াল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হলো এরা। এদের ওজন 400 কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির সবচেয়ে বড় বিড়ালের নাম হারকুলাস । যার ওজন 725 কিলোগ্রাম। Liger নামের এই প্রজাতির বিড়ালকে সংরক্ষণে রাখা হয়েছে । কারণ এটা ব্রিডিং করা সাইন্টিস্ট মনে করেন বিড়ালের এই প্রজাতিটি সবচেয়ে আক্রমনাত্মক ভয়ংকর ও শক্তিশালী। তাই এটা সংরক্ষণের বাইরে রাখলে জঙ্গলের জীবজন্তুর জন্য অনেক বিপদজনক হতে পারে।
নাম্বার 4 - The cama
Cama এমন একটি হাইব্রিড জীব যেটা উট ও লামার ডিএনএ দিয়ে ব্রিডিং করা হয়েছে। কিন্তু উট ও লামার আকৃতি একেবারে ভিন্ন হলেও এদের ডিএনএ দিয়ে তৈরি করা এই জন্তুটি অনেক আকর্ষণীয়। এই হাইব্রিড জন্তুটি সর্বপ্রথম ১৯৯৮ সালে দুবাইতে ব্রিডিং করা হয়। এটা তৈরীর মূল উদ্দেশ্য ছিল, কামার একটি প্রজাতি বিকশিত করা যার ফলে আরো অনেক বেশি উট পাওয়া যেত। আর্টিফিশিয়াল এই জীবটি তাদের প্রজাতীর বংশ বৃদ্ধি করতে সক্ষম । উট ও লামার মিশ্রণে তৈরি করা হলেও কামা শুধু মাতা লামার সাথে মিলন করতেই বেশি আগ্রহী।
নাম্বার 3 - Jaglion
এই প্রজাতি জাগুয়ার ও মাতা সিংহের মিশ্রণে ব্রিডিং করা হয়েছে.। এরা দেখতে অনেক সুন্দর। এরা দেখতে যতটা সুন্দর, স্বভাবে ততটাই আক্রমনাত্মক। কানাডার ওয়ার্ল্ড লাইভ সংরক্ষণে এদের ব্রিডিং করা হয়েছে । এই প্রজাতির মোট সংখ্যা 2 । আমরা কি ভবিষ্যতে এই প্রজাতির সংখ্যা আরো দেখতে পাবো এটা এখনো প্রশ্ন হয়ে রয়েছে?
নাম্বার 2 - Dzo
বিজ্ঞানীদের মাধ্যমে ব্রিডিং করা হাইব্রিড জীবজন্তুর মধ্যে এটাই একমাত্র প্রজাতি যেটা অধিক পরিমাণে পাওয়া যায়। আর এটার নাম হল ডিজো । এটা দুধ দেওয়া গাই ও ভেড়ার মিশ্রণে সর্বপ্রথম ল্যাবে ব্রিডিং হয়েছিল। তবে বর্তমানে এরা অনেক বংশ বৃদ্ধি করেছে। এদের বিশেষত্ব হচ্ছে এরা অধিক মাত্রায় দুধ দেয়। আর এদের আকার অনেক বিশাল হওয়ায় এদের থেকে অনেক বেশি মাংস পাওয়া যায়। আর্টিফিশিয়াল ভাবে দুটি প্রাণীর সংমিশ্রণে নতুন প্রাণী ব্রিডিং করা কতটা সঠিক সেটা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।
নাম্বার 5 - Zonkey
Zonkey নামের এই প্রজাতি জেব্রা ও গাধার মিশ্রণে ব্রিডিং করা হয়েছে। এটাও ল্যাবে জন্ম দেয়া হয়েছে। কারণ প্রাকৃতিকভাবে এই দুই প্রজাতি একজন আরেকজনের সাথে মিলিত হতে পারে না। বিজ্ঞান ও বিজ্ঞানীদের নতুন প্রজাতি ব্রিডিং পদ্ধতির মাধ্যমে বর্তমানে এমন সব অসাধারণ জীবজন্তু আর্টিফিশিয়াল ভাবে ব্রিডিং হচ্ছে । অতীতে এটা কল্পনা করাও অনেক দুস্কর বিষয় ছিল।
এই বিষয়ের উপরে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন




