Responsive Ad Code Here

5 টি ঐতিহাসিক জায়গা যা মানুষ ধ্বংস করে ফেলেছে | 5 Historical Places Destroyed By Humans

আজ আমরা এই ভিডিওতে এমন পাঁচটি জায়গার কথা বলব যা মানুষ নষ্ট করে ফেলেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জায়গাগুলো কখনোই দেখতে পাবে না।


5.duckbill rock

হাঁসের মাথার মত দেখতে এই পাথর সর্বপ্রথম 1900 সালে দেখা যায়। এই পাথর এখানে হাজার বছর ধরে রয়েছে। কিন্তু ২০১৬ সালে একদল যুবক মজার ছলে পাথরটি ভেঙে ফেলে।  পরবর্তীতে তাদের কাছে যখন এর কারণ জানতে চাওয়া হয় তখন তারা যেদিকে বাঁচানোর জন্য বলে এই পাথরের কারণে তাদের বন্ধু পায়ে ব্যথা পেয়েছিল তাই তারা এই পাথরটি ভেঙে ফেলেছে।


4.Tree of Ténéré

এই অদ্ভুত গাছটি সাহারা মরুভূমিতে ছিল। এর সবচেয়ে অবাক করা বিষয় হলো  এটার আশেপাশের চারশো দুই কিলোমিটারের মধ্যে এটাই একমাত্র গাছ। গবেষকদের মতে এই গাছটি বেঁচে থাকার একমাত্র কারণ হতে পারে এর অনেক বৃস্তিত  শিকড়। কিন্তু ১৯৭৩ সালে এক ব্যক্তির গাড়ি এটার উপরে এসে পড়ায় গাছটি ভেঙ্গে যায়। গাড়ি চালক মাতাল থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে ওই গাছের অবশিষ্ট ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।


3.Maya beach

অনেক মানুষ এই বিচ সম্পর্কে জানতে না । মানুষ এটা সম্পর্কে জানতে পারে যখন 2000 সালে দা বিচ নামে একটি ছবি রিলিজ করা হয়। তারপর থেকেই এই বিচে লোকজনদের ভিড় দেখা যায় । এই বিচের পানি একেবারে স্বচ্ছ ছিল। আর এই জায়গার পরিবেশ মানুষের অনেক ভালো লাগতো ।  কিন্তু কয়েক দিনের মধ্যেই এই বিচে এত ময়লা জমা হয়েছিল যে যা পরিষ্কার করার জন্য সরকার 4 মাসের জন্য এই বিচে পর্যটক ঢোকা বন্ধ করে দেয়। কিন্তু পরিষ্কার করার পরেও তারা আর এই বিচের পানিকে আর কখনো আগের মতো স্বচ্ছ করতে পারেনি।


2.Nazca Lines

এই সব লাইন ও স্ট্রাকচার এখনো পৃথিবীর  সবচেয়ে বড় রহস্যের মধ্যে একটি। যা এখনো কেউ খোলাসা  করতে পারেনি। কেউ বলতে পারেনা এগুলো কে বা কেন বানিয়েছে । এগুলো এতটাই বড় ছিল যে আকাশ থেকে  স্পষ্ট এগুলো দেখা যেত। অনেক মানুষ মনে করতে এগুলো এলিয়েনের মাধ্যমে তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কারন মানুষ সরকারের কথা অমান্য করে  এর উপর দিয়ে বড় বড় গাড়ি চালাচ্ছে। আর এর ফলে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আর কয়েক বছর পর এই রহস্যময় জিনিসটি আর কেউ দেখতে পারবে না।


1 guaira falls

এই ঝর্ণাটি ব্রাজিলের একটি পুরনো নদীতে ছিল । মানুষ এটার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর-দূরান্ত থেকে আসতো। এর উচ্চতা ৩৭৫ ফুটেরও বেশি ছিল। কিন্তু বর্তমানে এর সব পানি গায়েব হয়ে গেছে। কারণ সরকার পুরনো নদীর উপরে একটি ড্যাম নির্মাণ করেছে। আর এ কারনেই এই  খুব সুন্দর ঝর্ণাটি নষ্ট হয়ে গেছে।

আমাদের এই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিসের মাধ্যমে হয় মানুষের মাধ্যমে নাকি অন্য কিছুর কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।