Responsive Ad Code Here

বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ৫ টি রোবোট


বর্তমান যুগ বিজ্ঞানের বা আধুনিক যুগ। বতর্মান এ আধুনিক যুগে মানুষ তৈরি করেছ অনেক কিছু তার মধ্যে অন্যতম আবিষ্কার হচ্ছে রোবোট। আমি আজকে আপনাদের সামনে তলে ধরব বিশ্বের সবচেয়ে ৫ টি জনপ্রিয় রোবটের কথা। আসুন জানা যাক।।

তালিকার ৫ নাম্বারে থাকা রোবট টি হচ্ছে Spot Robot

এই রোবট টি বানিয়েছে Boston Dynamics company। এই রোবট টির আকৃতি একটি পশুর আকৃতির মত কারন, এটি ৪ পায়ে চলে। এটাকে অনেকে dog robot নামে ডাকে। এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা দিয়ে আপনি ঘরের এবং বাহিরের ২ জায়গার কাজই অনায়াসেই করিয়ে নিতে পারবেন। এই রোবট জংলী প্রাণীর মত অনেক জুড়ে দৌড়াতে পারে এবং এর programming এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এটা চলার সময় সামনের বাধাকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটি সিড়ি দিয়ে চলাচল করতে পারে এবং উঁচু নিচু পথেও চলতে পারে। এক কথায় অসাধারন রোবট।

তালিকার ৪ নাম্বারে থাকা রোবট টি হচ্ছে Pepper Robot

বন্ধুরা এরকম কি কখনো হয়েছে আপনি কারো সাথে কথা বলছেন, অথচ সে নিজের মোবাইলে ফেইসবুক চালাচ্ছে, এবং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, অর্থ এটাই দাড়াচ্ছে বিজ্ঞানকে ব্যাবহার করে মানুষ যেমন দিনেদিনে এগিয়ে যাচ্ছে তেমনি মানুষের মাঝে একাকীত্বের মাত্রাও বেড়ে যাচ্ছে। আর এই বিষয়টি মাথায় রেখে বিজ্ঞানীরা তৈরি করেছে মানুষ আকৃতির Pepper Robot। এই রোবট দুঃখী মানুষকে সহজেই হাসাতে পারে, তাই একে happy robot ও বলা হয়। এই রোবট এর একটি বড় বৈশিষ্ট্য হলো, মানুষের চেহারার ভাব দেখে সহজেই ইমোশন বুঝে ফেলতে পারে।।



তালিকার ৩ নাম্বারে থাকা রোবট টি হচ্ছে BB8 Robot

আপনারা যারা হলিউড মুভি দেখতে পছন্দ করেন, তারা হয়ত Star wars মুভিটি দেখে থাকবেন। এই মুভিতে একটা রোবট ছিলো যার নাম দেওয়া হয়েছিল BB8। এই রোবট রোলিং করতে করতে এগিয়ে যেতে পারে। এই রোবটকে খুব সহজেই আপনি ঘরের কাজে ব্যাবহার করতে পারেন। আপনি আপনার বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন এবং জানতে চাচ্ছেন আপনার বাড়ির সব কিছু ঠিক আছে কি না? এমন পরিস্থিতিতে এই রোবট আপনার খুব কাজে আসবে। ঘরের সব পরিস্থিতির কথা আপনাকে জানিয়ে দিবে, এটি আপনি আপনার স্মার্ট ফোন দিয়েই যেকোন যায়গা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন।

তালিকার ২ নাম্বারে থাকা রোবট টি হচ্ছে ASIMO Robot

এই Asimo robot নিজেই এক বিস্ময়, কারন এটি বিশ্বের শক্তিশালী রোবটদের মধ্যে একটি। এটি মানুষের নির্দেশ অনুযায়ী চলে অর্থাৎ আপনি কমান্ড করে এটি নিয়ন্ত্রন করতে পারবেন। এটি আপনার সাথে ফুটবল খেলতে পারে অাপনাকে চা নাস্তা এনে দিতে পারে। আপনি হয়ত হলিউড মুভিতে মানব আকৃতির এরকম রোবট দেখে থাকবেন, কিন্তু সেগুলো আসল ছিলো না, সেগুলো ছিল কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি কিন্তু এই Asimo robot আসল। এর উচ্চতা ৪ ফুট ওজন ৫৫ কেজি। জাপানের বিখ্যাত HONDA COMPANY এটি তৈরি করেছে। এটি পড়ালেখা জানা একটি রোবট, কারন এটি জাপানের ইংলিশ ও চাইনিজ ভাষায় মানুষের সাথে কথা বলতে পারে। জাপানি বিজ্ঞানীরা এটিকে আরও advanced ও smart বানানোর জন্যে আরো পরিশ্রম করে যাচ্ছে। তাদের লক্ষ্য ২০২০ সালে এটিকে মহাকাশ অভিযানে পাঠানো।



তালিকার ১ নাম্বারে থাকা রোবট টি হচ্ছে Sophia Robot

বর্তমান বিশ্বের সব চেয়ে বুদ্ধিমান রোবট টি হচ্ছে সুফিয়া রোবট, কারন এটি একটি ইন্টারেক্টিভ রোবট। যে শুধু কথা বলতেই পারে তা নয় সাথে সাথে আপনার কঠিন কঠিন প্রশ্নের উত্তর ও দিতে পারে। আর শুধু তাই নয় এটি কথা বলার সময় তার চেহারায় ৬২ ধরনের মামবিক ইমপ্রেশনস আনতে পারে। যেমনঃ দুঃখের অনুভূতি, সুখের অনুভূতি ইত্যাদি ইত্যাদি। Hang Kang এর Hanson রোবোটিকস কোম্পানি এই রোবটটি তৈরি করেছে। এই রোবট এতটাই স্মার্ট যে এখন পর্যন্ত সে সুনিশ্চিতভাবে অনেক গুলো ইন্টারভিউ দিয়েছে। তার মধ্যে সে মজা করে ইন্টারভিউ নেওয়ার ব্যাক্তিকেও হাসিয়েছে। যেমনঃ রোনালদো, উইলিয়াম স্মিথ, বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও মিডিয়া।এই সুফিয়া কিন্তু ভারতএবং বাংলাদেশও এসেছিল। সে এতটাই জনপ্রিয় যে সৌদিআরব এটিকে নাগরিকত্ব দিয়েছে। একথায় বলতে গেলে এটি সবার সেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. Listen...

    What I'm going to tell you might sound kind of weird, and maybe even kind of "supernatural"

    HOW would you like it if you could simply hit "Play" and LISTEN to a short, "magical tone"...

    And suddenly attract MORE MONEY into your life?

    And I'm really talking about thousands... even MILLIONS of DOLLARS!!!

    Sound too EASY? Think it's IMPOSSIBLE??

    Well then, I'll be the one to tell you the news...

    Sometimes the largest miracles in life are the easiest to GET!!!

    In fact, I'm going to provide you with PROOF by letting you listen to a REAL "magical abundance tone" I developed...

    (And COMPLETELY RISK FREE).

    You simply push "Play" and you will start having more money come into your life. starting so fast, you will be surprised.

    CLICK here now to PLAY the wonderful "Miracle Money-Magnet Tone" - as my gift to you!!!

    উত্তরমুছুন
  2. Your Affiliate Money Making Machine is waiting -

    And making money with it is as simple as 1-2-3!

    Here's how it all works...

    STEP 1. Tell the system what affiliate products you intend to promote
    STEP 2. Add some PUSH BUTTON TRAFFIC (this ONLY takes 2 minutes)
    STEP 3. Watch the affiliate products system explode your list and sell your affiliate products all on it's own!

    Do you want to start making profits??

    The solution is right here

    উত্তরমুছুন
  3. Did you hear there is a 12 word sentence you can communicate to your partner... that will induce intense emotions of love and impulsive attraction to you deep inside his chest?

    Because deep inside these 12 words is a "secret signal" that fuels a man's impulse to love, admire and guard you with his entire heart...

    12 Words Who Trigger A Man's Desire Response

    This impulse is so hardwired into a man's mind that it will make him work better than before to do his best at looking after your relationship.

    As a matter of fact, triggering this influential impulse is absolutely essential to having the best possible relationship with your man that once you send your man a "Secret Signal"...

    ...You will soon find him expose his mind and soul for you in a way he never expressed before and he'll identify you as the only woman in the world who has ever truly appealed to him.

    উত্তরমুছুন