সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিঠে’। যা প্রমাণ করেছে— ভাষা এখন কোনো বাধাই নয়। গানটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকা দে জুটি। গানটি এখন ভারত সহ বাংলাদেশেও সবার মুখে মুখে। ওই গায়িকার গায়কীই মূলত তাকে আলোচনায় নিয়ে এসেছে। বিস্তারিত ভিডিওতে-

0 মন্তব্যসমূহ