কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত একটি দেশ। যার নাম ক্রিস্ট্রফাল কলম্বিয়ার নাম অনুসারে রাখা হয়েছে। কলম্বিয়া একমাত্র দেশ যেখানে প্রশান্ত মহাসাগর ও ক্যরিবিয়ান সাগর এক সঙ্গে মিলে গেছে। কলম্বিয়াতে কোন ঋতু নেই। কারণ এই দেশ ভূ-মধ্যরেখা বরাবর অবস্থিত। এখানে সারাবছর সূর্যের তাপ বেশি থাকে।
বিশেষজ্ঞরা মনে করেন যে, ১৪,০০০ হাজারের মধ্যে ৪০০০ ধরনের প্রজাপতি শুধু কলম্বিয়াতেই পাওয়া যায়। কলম্বিয়া সবচেয়ে দামি হিরার ৭ শতাংশ উৎপাদন করে থাকে। এর রাষ্ট্র ভাষা স্পেনিস। কিন্তু এখানে মানুষ প্রায় ৭ রকমের ভাষার কথা বলে থাকে। এখানের প্রতিটি মানুষের মৃত্যু শুধু ধুমপানের কারণে হয়। এটি এমন একটি দেশ যেখানে আপনি যদি ব্যাংক থেকে অধিক পরিমাণে টাকা তুলেন, তবে পুলিশ আপনাকে বাড়ি পৌছে দিতে সাহায্য করবে। সুবিখ্যাত গাইকা সাকিরার জন্ম এই কলম্বিয়াতে। এটি এমন একটি দেশ যেখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি অফিসের বস হয়ে থাকে।
এখানের মহিলাদের পৃথিবীর সব থেকে আকর্ষণীয় মনে করা হয়। এখানকার কোন মহিলা যদি আকর্ষণীয় দেখতে না হয় তবে তিনি প্লাস্টিক সার্জারি করেন এবং নিজেকে আকর্ষণীয় করে তোলেন। এখানে এটি অতি সাধারন একটি ব্যাপার। এখানকার বেশির ভাগ মেয়েরাই পশুর সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।
এখানে একটি নদী আছে, যেখানে আলাদা আলাদা রং এর পানি দেখতে পাওয়া যায়। আসলে সেই নদীতে রেইন বো ইফেক্ট থাকে, যকে ওয়াটার রেইন বো বলা হয়ে থাকে। এ দেশের একটি বড় অংশ আমাজন জঙ্গোলে ভরা। প্রায় ১০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে আমাজন বন। আর ৭% রয়েছে ব্রামিলে। ১৩% রয়েছে পেরুতে। এছাড়াও বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলাতেও রয়েছে আমাজন বন।
কলম্বিয়ার বেশির ভাগ লোকজন অন্য জনের সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রাখতে বেশি পছন্দ করেন। দেশটির একটি ভালো আইন হল, দেশের জাতীয় সংগীত প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৬ টার সময় প্রতিটি টিভি ও রেডিও স্টেসনে চালানো হয়। এখানে পৃথিবীর সব থেকে বড় থিয়েটার ফেস্টিবল অনুষ্ঠিত হয়। যাকে ইবেরো আমেরিকানা বলা হয়ে থাকে।
এ দেশের রাজধানির নাম হল ভাগন্ডা। এ দেশে ব্যাপক পরিমাণে কোকেনের উৎপাদন করা হয়। এগুলো সব থেকে বেশি রপ্তানি করা হয় আমেরিকাতে। এ দেশের মোট জনসংখ্যা ৫ কোটি। যার মধ্যে প্রায় ৯০% লোক হল খ্রিস্টান। আর বাকি ১০% লোক হল পৃথিবীর অন্যান্য ধর্মের। দেশের সবচেয়ে উচু পাহাড় পিকো ক্রিস্ট্রবাল কলি। এর উচ্চতা প্রায় ৫৫৯৭ মিটার।
পৃথিবীর সুখী দেশগুলোর একটি হল কলম্বিয়া। এ দেশের সাথে ফুটবলের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। এখানকার মানুষরা ফুটবলপ্রেমী। ফিফায় ফুটবলে কলম্বিয়া ১৬তম স্থানে আছে। ১৯৩৮ সালের মেক্সিকোর বিপরীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এ দেশ। এ দেশের ফুটবলের সব চেয়ে বড় জয় হল আর্জেন্টিনার বিপরীতে ৫টি গোল দেয়া।
পপস্টার সাকিরার কারণে বিশ্ববাসী কলম্বিয়াকে চিনে। ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের মাঠের বাইরের তারকা ছিলেন সাকিরা। এদেশে সবচেয়ে বড় সালসা উৎসব হয়ে থাকে। এদেশে সব থেকে বেশি বিভিন্ন প্রজাতির পাখি বাস করে। ১৭৫৪ প্রজাতির বেশি পাখি এখানে পাওয়া যায়। এদেশে সব থকে বেশি অপহরণ হত। ২০০৩ সালের পর অপহরণের মাত্রা অনেক কমে এসেছে।
এদেশকে পিংক ডলফিনের দেশও বলা হয়ে থাকে। এদেশ মাইল্ড ও বেল্ড বেলেস কফি বানানোর জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। ব্রাজিল আর ভিয়েতনামের পর কলম্বিয়ার স্থান তৃতীয়। এদেশের বেশির ভাগ খাবার মিষ্টি হয়ে থাকে, এমনকি মদও। এখানের রাস্তায় বেশির ভাগ জায়গায় জুসের দোকান দেখতে পাওয়া যায়। এখানের লোকজন নাচ গান বেশি পছন্দ করে থাকে। এজন্য এখানকার সাকিরা সুফিয়ার মত সিঙ্গার পুরো দুনিয়া মাতিয়া রাখে। এদেশের রাজধানী দেখতে খুবই সুন্দর এবং জিবনযাত্রাও অনেক উন্নত মানের।