Responsive Ad Code Here

দুই পা ছাড়াই বিশ্বকে চমকে দেয়া এক সুপারমডেল!


জন্ম থেকে দুই পা নেই তার। তবু থেমে থাকতে চাননি তিনি। এই চলতে চাওয়ার ইচ্ছা আর মনোবলকে হাতিয়ার করেই প্রতিবন্ধতাকে জয় করেছেন তিনি।

সুপার মডেল হয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। অনুপ্রেরণাদায়ী এই ব্যক্তিত্বের নাম কান্যা সেসর।
২৩ বছর বয়সী কান্যার জন্ম থাইল্যান্ডে। জন্মের পরই অচল কান্যার বাবা-মা তাকে রাস্তায় ফেলে চলে যান। এরপর শিশু কান্যার ঠিকানা হয় অনাথ আশ্রমে। এখান থেকেই তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যান সন্তানহীন দম্পতি জিমি ও মারিয়ান সেসর। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ কান্যাকে।

আর তারপর? ঠিক ২২ বছর পর সেদিনকার অচল মেয়েটিই সৃষ্টি করলেন ইতিহাস। কান্যা আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল।

দি ইনডিপেনডেন্টের কাছে দেওয়া সাক্ষাৎকারে কান্যা জানান, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৬০ হাজার ডলার রোজগার হয় তার।